মিশন হিমালয়া ২০১৯ এর বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নঃ মিশন হিমালয়া তে অংশগ্রহণের জন্য কোয়ালিফিকেশন কি কি? আপনাকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও সবল হতে হবে। এখানে শারীরিক সুস্থতার কথা বোঝানো হয়েছে, আপনি যদি নিয়মিত ব্যায়াম, সাইক্লিং কিংবা খেলাধুলা করে থাকেন; তাহলে ধরে নেয়া যায় আপনি শারীরিক ভাবে সুস্থ। আর মানসিক সুস্থতা বলতে বোঝানো হয়েছে আপনার চিন্তা ও চেতনার পরিধিকে; সহজে আমরা মানসিক পরিপূর্ণতা বলতে যা বুঝি। তার মানে এইনা যে একজন ব্যাক্তি যিনি আংশিকভাবে শারীরিক প্রতিবন্ধী তিনি অংশ নিতে পারবেন না। প্রচণ্ডরকম ইচ্ছাশক্তি ও মানসিক শক্তি অনেকসময় শারীরিক শক্তিকেও জয় করে নিতে পারে। এরকম অনেক উদাহরন আপনার আশে পাশেই আছে। পর্বতারোহীদের জন্য এই আয়োজন নয়। যারা এখনও পর্যন্ত অতি উচ্চতায় শুধু মাত্র ট্র্যাকিং করেছেন, তারা যুক্ত হতে পারবেন। যদি কেউ ২৮ দিন বা তার বেশী দিনের বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করে থাকেন বা ৬০০০ মিটারের টেকনিক্যাল ডিভাইস ব্যবহার করে ক্লাইম্বিং করে থাকেন, তাদের জন্য এই আয়োজন নয়। প্রশ্নঃ ট্রেনিং ক্যাম্পের খরচ এতো বেশী কেন? একজন ছাত্র/ছাত্রীর জন্য অনেক বেশী! পর্বতারোহণ অনেক খরচের খেলা। এই খেলা নিয়ে আপনার স্বপ্ন থাকলে, অর্থ কিভাবে ম্যানেজ করবেন সেটার পথ আপনাকেই খুঁজতে হবে। তাছাড়া ২/৩ দিনের কোন ট্যুরে গেলে ৪/৫ হাজার টাকা এভাবেই খরচ করে থাকেন। সেখানে আপনার পছন্দের বিষয়ের উপর ৪ দিন বিশেষ প্রশিক্ষণে কিছু টাকা ব্যায় করবেন না? যদি এটা আপনার বেশি মনে হয় তাহলে এই আয়োজন আপনার জন্য নয়। যদিও খরচ এর থেকে বেশীই হবে। আমরা স্পন্সর নেয়ার চেষ্টা করছি, যদি সফল হই তাহলে হয়তো কিছু ফি কমানো হতে পারে। না হলে ৫০০০+/- ই থাকবে। প্রশ্নঃ পাহাড়ে চড়া বা আউটডোর এক্টিভিটি সম্পর্কিত বিশেষ অভিজ্ঞতা দরকার আছে কিনা? বিশেষ অভিজ্ঞতা না থাকলেও চলবে। সবার আগে দরকার প্রচণ্ড ইচ্ছাশক্তি, ধৈর্য ও জানার আগ্রহ, তাহলে আপনি পূর্ববর্তী অভিজ্ঞতা ছাড়াও এগিয়ে যেতে পারেন। পাহাড়ে চড়া ও এ্যাক্টিভিটিরবিশেষ অভিজ্ঞতা দেয়ার জন্যই আমাদের এই আয়োজন। পাহাড়ে চড়া বা এ্যাক্টিভিটি সম্পর্কিত বিশেষ অভিজ্ঞতা থাকলে ভাল, না থাকলে আরো ভাল। প্রশ্নঃ সর্বমোট কতগুলো ওয়ার্কশপ হবে আর কয়টা ওয়ারকশপে উপস্থিত থাকতে হবে? অডিশনের জন্য ইন্টারভিউ ফেস করার আগে একটা ওয়ারকশপ হবে, যেখানে পাহাড় পর্বত সম্পর্কে সাধারণ ধারণা দেয়া হবে।প্রাথমিকভাবে অডিশন এর জন্য ৩ দিন বেশ কয়েকটা সেশন হবে। একজন রেজিস্ট্রেশনকারী একটি ওয়ার্কশপে অংশগ্রহন করতে পারবে। প্রশ্নঃ কত থেকে কত বয়সের মানুষ এখানে যুক্ত হতে পারবে? এখানে বয়স নির্ধারণ করা হবে ইচ্ছা শক্তির উপরে, আপনি যদি মনেকরেন পারবেন তাহলে বয়স কোন সমস্যা হবে না। প্রশ্নঃ ধূমপান, মধ্যপান, নেশাজাত দ্রব্য সেবন করা যাবে কি না? একটি এডভেঞ্চার প্রতিষ্ঠান হিসেবে Rope4 সবসময় যেকোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন, মদ্যপান ও ধূমপান অনুৎসাহিত করে। সুতরাং Rope4 আয়োজিত মিশন হিমালয়া তে ধূমপান, মধ্যপান, নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না। প্রশ্নঃ হিমালয়ে যাবার মত পর্যাপ্ত অর্থ আমার নেই। আমি বিজয়ী হলে কিভাবে অভিযানে যাব? মিশন হিমালয়া ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় পরিচালিত একটি আয়োজন। যারা বিজয়ী হবেন তাদের সবাইকে নিয়ে ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক্সপিডিশন পরিচালনা করা হবে। অভিযানে আপনার জামা কাপড় এবং ব্যাক্তি গত জিনিস ছাড়া টেকনিক্যাল সরঞ্জাম এর খরচ সহ যাওয়া আশা থাকা খাওয়ার খরচ আমরা বহন করবো। প্রশ্নঃ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার কি করনীয়? ইভেন্টের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে সব তথ্য ইভেন্ট পেইজ এ দেয়া হবে। প্রশ্নঃ আমার যে কোন একটা অঙ্গ অকেজো, কিন্তু হাঁটাচলা করতে পারি নিজের মত, আমি কি অংশগ্রহণ করতে পারব? আমরা আপনাকে না দেখে কিছু বলতে পারবো না, তাছাড়া আগ্রহ এবং প্রবল ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। হয়তো আমাদের সেই অবস্থা নেই বা সুযোগ সুবিধা আপাতত নাও থাকতে পারে, সেক্ষেত্রে একসাথে মিলে একটা উপায় খুঁজে বের করা সম্ভব হতেই পারে। প্রশ্নঃ সর্বমোট কত জন কে ১ম রাউন্ডে বাছাই করা হবে? প্রাথমিক অডিশন থেকে ২০ জনকে বাছাই করা হবে। এর আগে Rope4 আয়োজিত এডভেঞ্চার কোর্স থেকে ৫ জন নির্বাচিত সহ মোট ২৫ জন কে বাছাই করা হবে। তবে ওই ৫ জনের একজন বেসিক প্রশিক্ষণ করে আসায় তাকে ট্রেইনার প্যানেলে শরিয়ে আনা হয়েছে। তাই এখন ২১ জন বাছাই করা হবে। মোট ২৫ জনকে প্রাথমিক সিলেক্ট করা হবে, আর ১০ জনকে ওয়েটিং এ রাখা হবে। যদি ২১ জন থেকে কেউ বাদ যায় তাহলে তাদের সুযোগ দেয়া হবে। প্রশ্নঃ চূড়ান্ত বিজয়ী কত জনকে করা হবে? যোগ্যতার ভিত্তিতে ৩ জন কে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। প্রশ্নঃ ঢাকার বাইরে কি কোন ওয়ার্কশপ হবে? সেটা কোথায় হবে? ঢাকার বাইরে কোন ওয়ার্কশপ হবে না। প্রাথমিক ভাবে অডিশন থেকে নির্বাচিত ২৫ জনকে নিয়ে ঢাকার বাইরে একটি ট্রেইনিং ক্যাম্প আয়োজন করা হবে। যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। প্রশ্নঃ আমি যদি নির্বাচিত না হই, তাহলেও কি আমি মিশন হিমালয়া তে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারব? জি পারবেন। যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। প্রশ্নঃ কোন কারণে চূড়ান্ত বিজয়ীদের কেউ পরবর্তী কার্যক্রম এ অংশগ্রহন করতে না পারলে কি ব্যবস্থা নেয়া হবে? সেক্ষেত্রে পরবর্তী অবস্থানের জনকে নিয়ে যাওয়া হবে। প্রশ্নঃ ওয়ার্কশপগুলোতে অংশগ্রহন এর জন্য কতটুকু শারীরিক প্রস্তুতি দরকার? অবশ্যই মোটামুটি মানের শারীরিক যোগ্যতা থাকা জরুরী? প্রশ্নঃ মিশন হিমালয়া সম্পর্কিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কার সাথে যোগাযোগ করতে হবে? ইভেন্টে নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করলেই হবে। প্রশ্নঃ ফর্ম ফিলআপ ফি কি কি ভাবে দেয়া যাবে। বিকাশের মাধ্যমে ফর্ম ফিলআপ এর ফি দেয়া যাবে। bKash Number – 01711570005 (Personal) বিকাশ করার সময় আপনার ফোন নাম্বার, ট্রাঞ্জেকশন আই ডি অথবা আপনার নাম রেফারেন্স হিসেবে দিবেন। প্রশ্নঃ ফর্ম ঠিকমত জমা হয়েছে কি না সেটা কিভাবে বুঝব? আপনাকে মেইলে কনফার্ম করা হবে। প্রশ্নঃ ফর্ম জমা দিলেই কি আমি অডিশনের জন্য কল পাব নাকি এ ক্ষেত্রেও যাচাই যাচাইয়ের ব্যাপার আছে? সুনির্দিষ্ট তথ্য দিয়ে আপনার ফরমটি পূরণ করা থাকলে আপনি অবশ্যই অডিশন এর জন্য ডাক পাবেন। প্রশ্নঃ অডিশন কি শুধু ঢাকাতেই হাবে? প্রাথমিক অডিশন শুধু ঢাকাতেই হবে। প্রশ্নঃ অডিশনে আসতে যাতায়াত বা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা কি প্রদান করা হবে? অডিশনে আসতে যাতায়াত বা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা প্রদান করা হবে না। প্রার্থীকে সম্পূর্ণ নিজ খরচে যাতায়াত বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশ্নঃ অডিশন এর ফলাফল কি ওই দিনই দেয়া হবে নাকি পরে জানানো হবে? অডিশন থেকে আমাদের দক্ষ নির্বাচকমণ্ডলী ও ট্রেইনারগন অডিশন এর দিনেই ফলাফল ঘোষণা করবেন। যদি কাউকে নিয়ে কোন কনফিউশন থাকে তাহলে তাকে ওয়েটিং এ রাখতে পারেন এবং পরে ফলাফল জানানো হবে। প্রশ্নঃ অডিশনে উত্তীর্ন হলে পরবর্তী প্রস্তুতি কি বা কেমন হতে হবে? অডিশন পরবর্তী প্রস্তুতি হিসেবে আপনি নিয়মিত ব্যায়াম কিংবা দৌড়াতে পারেন। আপনি আপনার আগ্রহ অনুসারে বিভিন্ন এডভেঞ্চার অথবা মাউন্টেনিয়ারিং রিলেটেড বই পরতে পারেন। যদি দিয়ে আসতে ও নিয়ে আসতে যেতে চায়, তাহলে পরিবারে কাউকে সাথে নিতে পারবেন। কিন্তু তারা কেউই ক্যাম্পে অবস্থান করতে পারবেন না। প্রশ্নঃ ক্যাম্পিংয়ে যাবার কোন রিস্ক ফ্যাক্টর আছে কি? ট্রেইনিং ক্যাম্পটি দক্ষ ট্রেইনারগন দ্বারা পরিচালিত হবে, যেখানে প্রাথমিক লক্ষ্য হচ্ছে “নিরাপত্তাই প্রথম”। ক্যাম্পে যাওয়া এবং আসা আপনার নিজেকেই করতে হবে, তাই সেই নিরাপত্তা আপনাকেই দেখতে হবে। ক্যাম্প চলাকালীন আপনার সকল নিরাপত্তা আমরা দেখার চেষ্টা করবো। তারপরে এডভেঞ্চার এক্টিভিটিতে একটু রিস্ক থাকবেই। সেটা বিবেচনা করেই আপনাকে যুক্ত হতে হবে। প্রশ্নঃ ক্যাম্পিং কোথায় হবে এবং কতটা কষ্টকর হতে পারে? হাজারিখীল বনাঞ্চলে হতে পারে। শেখার পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন থাকবে, যেখানে আপনি যেমন কষ্ট করবেন তেমন ফলাফল পাবেন। প্রশ্নঃ ক্যাম্পিং ওয়ার্কশপের আগের দিন বিকেলে রিপোর্টিং কেন? ক্যাম্পিং ওয়ার্কশপের আগের দিনটি রাখা হয়েছে আপনাদের নিজেদের মধ্যে এবং আমাদের একটি পরিচিতি পর্ব হিসেবে, যাতে ট্রেইনিং এর পুর সময়টুকু আমরা আপনাদের এডভেঞ্চার ও মাউন্টেনিয়ারিং এর বিভিন্ন বিষয় ভালভাবে ট্রেইন করতে পারি। আমাদের মূল লক্ষ্য স্বল্প সময়টুকু কাজে লাগিয়ে যত বেশি শেখান যায়। প্রশ্নঃ ক্যাম্পিং ওয়ার্কশপের আগের রাত্রি যাপনের জন্য অতিরিক্ত ফি দেয়া লাগবে কি না? ক্যাম্পিং ওয়ার্কশপের আগের রাত্রি যাপনের জন্য অতিরিক্ত ফি দেয়া লাগবে না। প্রশ্নঃ ক্যাম্পিং ওয়ার্কশপে কি কি শেখানো হবে? ক্যাম্পিং ওয়ার্কশপে এডভেঞ্চার ও মাউন্টেনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে থিওরিটিক্যাল ও প্রাক্টিক্যাল ধারনা দেয়া হবে। প্রশ্নঃ আমি ফিজিক্যালি অনফিট। এই মুহুর্তে ফিটনেস প্লান শুরু করলে অংশগ্রহণ করতে পারব কিনা? জি পারবেন। প্রশ্নঃ অডিশনের জাজ কে বা কারা থাকবেন? ইভেন্ট ফলো করুন, জেনে যাবেন প্রশ্নঃ ঢাকার বাইরে থেকে আবেদন করতে পারব কিনা? জি পারবেন। ১২ থেকে ১৫ দিনের মধ্যে হবে। বলে রাখা ভাল এই ডিউরেশন পরিবর্তন হতে পারে নেপাল এর ল্যাংটাং রিজিওন এর আবহাওয়া এর ভিত্তিতে। প্রশ্নঃ অভিযানে এর জন্য কি আলাদা ফি প্রদান করতে হবে? না। আপনার ব্যাক্তিগত খরচ আপনাকে করতে হবে। যেমন শীতের কাপড়, জুতা ইত্যাদি। বাকী আয়োজক বহন করবে। প্রশ্নঃ কোন লিখিত পরীক্ষা দিতে হবে কি না? হতে পারে। প্রশ্নঃ পাহাড় বিষয়ক তেমন কিছুই আমি জানি না, তবে পাহাড় ভাল লাগে। আমি কি অংশগ্রহণ করতে পারব? যদি আপনার পাহাড় ভাল লাগে, তারমানে আপনি পাহাড় সম্পর্কে আগ্রহী। সুতরাং পাহাড় নিয়ে আর বেশি করে জানার জন্য মিশন হিমালয়াতে আপনার অংশগ্রহন করতে পারেন। প্রশ্নঃ আমি মিশন হিমালয়া ২০১৮ তে অংশগ্রহণ করেছিলাম। আমি কি মিশন হিমালয়া ২০১৯ এ অংশ নিতে পারব? জি পারবেন। প্রশ্নঃ এখানে অংশগ্রহণ করতে হলে কি কোন ফি দিতে হবে? ফি সম্পর্কিত তথ্য জানার জন্য Mission Himalaya 2019 পেইজটি ভিজিট করুন অথবা ফেসবুকের ইভেন্ট পেইজ দেখুন। প্রশ্নঃ অংশগ্রহণকারীদের পরিবারের সাথে কি যোগাযোগ করা হবে? প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের পরিবারের সাথে যোগাযোগ করা হতে পারে। প্রশ্নঃ চূড়ান্ত সিলেকশন না পেয়েও কেউ যদি স্পন্সরশীপ পায় তাহলে কি সে এক্সপিডিশনে যেতে পারবে? কোন অংশগ্রহণকারী চূড়ান্ত সিলেকশন না পেয়েও যদি নিজে স্পন্সরশীপ পায় তাহলে সে এক্সপিডিশনে যেতে পারবে যদি সে ফিট থাকে।
We’re a group of volunteers and opening a new scheme in our community.
Your web site provided us with valuable info to work on. You have done a formidable job and our whole community will
be thankful to you.
Thanks a lot!