Rope4 এ্যাডভেঞ্চার ক্লাব নীতিমালা
Rope4 এডভেঞ্চার ক্লাব এর সদস্য হতে হলে পর্বতারোহণ এবং অন্যান্য এডভেঞ্চার এক্টিভিটির প্রতি আগ্রহ থাকতে হবে। ক্লাবকে উৎসর্গ করে চার কিলোমিটার দৌড়াতে হবে। যে কোন ধরণের মাদকশেবন বা নেশা (সিগারেট ও এর ভেতর পরে) থেকে বিরত থাকতে হবে। প্রতি মাসের প্রথম শনিবার ক্লাবের মাসিক সভা হবে। সব সদস্যের উপস্থিতি বাধ্যতামুলক।