Mission Himalaya 2024
 
????????আপনার শিখর ছোয়ার স্বপ্ন পুরণ করতে Rope4 আবার নিয়ে এলো মিশন হিমালয়া!
 
???????? Rope4 Outdoor Education একটি ইয়ুথ ডেভেলপমেন্ট প্লার্টফর্ম। বাংলাদেশের তরুণ প্রজন্মকে আউটডোর এক্টিভিটির সাথে যুক্ত করে একটি সক্রিয় জীবনধারায় উৎসাহিত করতে Rope4, Mission Himalaya প্রতিযোগীতার আয়োজন করে আসেছে। ২০১৮, ২০১৯ এবং ২০২২, এই তিনটি সফল আয়োজনের পর, আমরা আবার আয়োজন করতে যাচ্ছি Mission Himalaya 2024।
 
????????তরুণ প্রজন্মকে পর্বতারোহণের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে নিতে এই ‘মিশন হিমালয়া’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন। বিগত বছর গুলোর তুলনায়, এই বছরের মিশন হিমালয়া ২০২৪ হতে চলেছে আরও রোমাঞ্চকর! এই প্রতিযোগিতার লক্ষ্য হল প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা স্বপ্নবাজদের বের করে আনা। এবছর, বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নেপাল হিমালয়ে (৫৫০০+ মিটার পর্বত) একটি ⛰️এক্সপিডিশন স্কলারশীপ।
 
???????? স্বপ্ন যদি হয় শিখর ছোঁয়ার তাহলে আর অপেক্ষা কেন? নিজেকে চ্যালেঞ্জ করুন এবং জিতে নিন আমাদের সাথে একটি শিক্ষামূলক পর্বত অভিযান।
 
বিজয়ী হতে নিম্নলিখিত ধাপগুলি অতিক্রম করতে হবে:

????প্রথম ধাপ – মিশন হিমালয় ২০২৪ এর জন্য নিবন্ধন (মে, ২০২৪)
নিবন্ধনের পর সফল ভাবে ফরম পুরণ করা সবাইকে ইমেইল এর মাধ্যমে অডিশন ক্যাম্পে স্থান, তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। 
 
???? দ্বিতীয় ধাপ – অডিশন ক্যাম্প (১১ – ১৩ জুলাই, ২০২৪)
অডিশন ক্যাম্পে আমাদের দক্ষ বিচারক মন্ডলী এবং প্রশিক্ষক দ্বারা আপনার অডিশন নেয়া হবে। অডিশন থেকে মোট ৪০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হবে পরবর্তী ধাপ, বুট ক্যাম্পের জন্য। বুট ক্যাম্পে মোট ২৫ জনকে সুযোগ দেয়া হবে। ৪০ জনের মধ্যে যেই ২৫ জন প্রথমে বুট ক্যাম্পের জন্য নিবন্ধন করবেন, সেই ২৫ জনকেই বুট ক্যাম্পে সুযোগ দেয়া হবে।
 
????তৃতীয় ধাপ – বুট ক্যাম্প (১৫-১৮ আগস্ট, ২০২৪)
বুট ক্যাম্পটি ৩/৪ দিনের হবে এবং বাংলাদেশের যেকোন স্থানেই হতে পারে। বুট ক্যাম্পে সুযোগ পাওয়া অংশগ্রহণকারীদের জানিয়ে দেয়া হবে ইমেইল এর মাধ্যমে। বুট ক্যাম্প এর ফী অংশগ্রহণকারীদের বহন করতে হবে, যা ৫০০০ থেকে ৭০০০ টাকার মধ্যে হতে পারে। পৃষ্ঠপোষকতা পাওয়ার উপর নির্ভর করে এই ফী এর পরিমান কিছুটা কমতে পারে। বুট ক্যাম্পটি অভিজ্ঞ প্রশিক্ষক এবং স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হবে যেখানে পর্বতারোহণের নানান বিষয়ে ধারণা দেয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরণের দলগত ও ব্যক্তিগত চ্যালেঞ্জ থাকবে।


???? চতুর্থ ধাপ – অভিযান প্রস্তুতি
বুট ক্যাম্প থেকে বাছাইকৃত সেরা ২ জন অংশগ্রহণকারীদের নিয়ে শুরু হবে অভিযানের চুড়ান্ত প্রস্তুতি।


????পঞ্চম ধাপ – পর্বত অভিযান (অক্টোবর, নভেম্বর)
 
???????? অডিশন ক্যাম্প এর জন্য নিবন্ধন –
???? রেজিস্ট্রেশন ফী – ৫০০ টাকা

???? 01711570005 বিকাশ, (Personal)
???? রেজিস্ট্রেশন লিংক: https://rope4.com/mission-himalaya-season-4-reg-form/

???? নিবন্ধনের শেষ তারিখ – ০৭ জুলাই ২০২৪
???? যেকোন প্রয়োজনে যোগাযোগ – 01755501744