[post_grid id=”1177″]

আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৮৯৫ মিটার উঁচু পর্বত কিলিমানজারো এর শিখর স্পর্শ করে সুস্থ ভাবে দেশে ফিরে এসেছেন একজন নতুন পর্বতারোহী Muhammad Hossain Shobuj ভাই। তার মূখ থেকেই শুনবো সেই রোমাঞ্চকর অভিযানের গল্প। এই অভিযানের আগে ছিলনা কোন পর্বতারোহণের অভিজ্ঞতা! ছিলনা কোন পূর্ব প্রশিক্ষণও! তাহলে এমন একটি অভিযানে অংশ নেয়ার পেছনে কি ছিল তার অনুপ্রেরণা আর কি ছিল তার প্রস্তুতি? জানবো সরাসরি অভিযাত্রী সবুজ ভাইয়ের মূখ থেকেই!

অভিযাত্রীর সংক্ষিপ্ত পরিচয় – পরিবারের পক্ষ থেকে নতুন নাম বা উপাধি পাওয়া মিস্টার কিলিমাঞ্জারো (সবুজ) এর সম্পর্কে কিছু অনুমান করতে হলে নিচের লাইনটা একটু বিশ্লেষণ করতে হবে, “I love traveling….. I dream of to travel around the world before I die…..” অভিযাত্রী জীবনকালে পুরো পৃথিবী ভ্রমণ করতে চান, ফেসবুকে তিনি এমনটাই শেয়ার করেছেন। শুধু শেয়ার করেই তিনি বসে নেই, তিনি তার অভিযান শুরু করে দিয়েছেন অনেক আগে থেকেই। বেলজিয়াম, ফ্রান্স, মোনাকো, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, ইথিওপিয়া, তানযেনিয়া, চায়না, ইন্দোনেশিয়া ভ্রমণ সহ বাংলাদেশের খুব কম স্থানই আছে যা তার দেখা হয় নাই। সে গল্পও হবে কিছুক্ষণ।

অভিযাত্রী সবুজ ভাই একজন সাইক্লিস্ট। দেশের মানুষকে সাইকেল চালানোর পথপ্রদর্শক সংগঠন এবং দেশের সবচেয়ে বৃহৎ সাইক্লিস্ট কমিউনিটি BDCyclists এর একজন স্বেচ্ছাসেবক এবং ফেসবুকে সবচেয়ে বড় ট্র্যাভেল কমিউনিটি Travelers of Bangladesh (ToB) এর একজন মডারেটর। এছাড়াও বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কাজ করছেন বেশ অনেক দিন ধরেই।