রোপফোর এ্যাডভেঞ্চার ক্লাবের ক্রস কান্ট্রি সাইকেল রাইড

রোপফোর এডভেঞ্চার ক্লাব, রোপফোর আউটডোর এডুকেশনের একটি অংগ সংগঠন। ক্লাবটি তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে চলছে। ক্লাবটি ধূমপান এবং মাদকের ক্ষেত্রে শূন্য সহনশীলতার অনুশীলন করে। ক্লাবের সচেতন সদস্যগণ বিশ্বাস করেন যে, যদি কেউ স্বাস্থ্যকর জীবন যাপন করার ইচ্ছা পোষণ করেন, সেই ব্যক্তিকে অবশ্যই যেকোন ক্ষতিকারক অভ্যাস ত্যাগ করতে হবে। পর্বতারোহণ, ট্রেকিং, হাইকিং, সাইকেল চালানো, ডাইভিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এমন যে কোনও বহিরঙ্গন ক্রিয়াকলাপে যোগ্য হওয়ার জন্য অবশ্যই সবাইকে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রায় থাকতে হবে।

এই করোনা মহামারী চলাকালীন সময়ে, শরীর এবং মনকে সুস্থ রাখতে স্বাস্থবিধি মেনে সাইকেল চালানো একটি উপকারী অনুশীলন ছিল কমবেশী সবার জন্যে। সুস্বাস্থেরর জন্য এটি একটি অনুশীলন ছাড়াও নিত্যদিনের প্রয়োজনে সাইকেল সময় এবং খরচ বাঁচায়। গ্লোবাল ওয়ার্মিংয়েও রয়েছে এর ব্যাপক প্রভাব, কারণ সাইকেলে কোন কার্বন নিঃসরণ হয় না

নভেম্বর মাসে রোপফোর এ্যাডভেঞ্চার ক্লাবের কয়েকজন সদস্য দেশের মানচিত্রে তেঁতুলিয়া থেকে টেকনাফে তির্যক একটি রেখা সাইকেল দিয়ে টানার প্রয়াসে একই মাসের ৪ তারিখ রাতে ঢাকা ত্যাগ করে। ৬ তারিখ সকাল থেকে চূড়ান্ত ৪ সদস্য বিশিষ্ট দলটি ‘মাদককে না বলুন’ এই বার্তাটি সাথে নিয়ে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। রোপফোর এর একটি স্তম্ভ  হল মাদকের বিরুদ্ধে অবস্থান এবং এই সচেতনতার লক্ষ্যে সবাইকে ভিন্নধর্মী উৎসাহ দেওয়া। 

দলটির চলার পথের পরিকল্পনা আর হিসাব –

  • ৬ নভেম্বর ২০২০ – বাংলাবান্ধা থেকে নীলফামারী – ১৩৭.২৮ কিলোমিটার।
  • ৭ নভেম্বর ২০২০ – নীলফামারী থেকে বগুড়া – ১৬৫.৩৭ (মোট ৩০২.৬৫ কিলোমিটার)।
  • ৮ নভেম্বর ২০২০ – বগুড়া থেকে টাঙ্গাইল – ১০৫.৮১ কিলোমিটার (মোট ৪০৮.৪৬ কিলোমিটার)।
  • ৯ নভেম্বর ২০২০ – টাঙ্গাইল থেকে ঢাকা – ৯০ কিলোমিটার (মোট ৪৯৮.৪৬ কিলোমিটার)।
  • ১০ নভেম্বর ২০২০ – ঢাকা থেকে কুমিল্লা – ১০৭ কিলোমিটার (মোট ৬০৫.৪৬ কিলোমিটার)।
  • ১১ নভেম্বর ২০২০ – কুমিল্লা থেকে চট্টগ্রাম – ১৫৩.৬৮ কিলোমিটার (মোট ৭৫৯.১৪ কিলোমিটার)।
  • ১২ নভেম্বর ২০২০ – চট্টগ্রাম থেকে কক্সবাজার – ১৩৯ কিলোমিটার (মোট ৮৯৮.১৪ কিলোমিটার)।
  • ১৩ নভেম্বর ২০২০ – কক্সবাজার থেকে শাহপরি দ্বীপ হয়ে টেকনাফ – ১০৫ কিলোমিটার (মোট ১০০৩.১৪ কিলোমিটার)।

দলের সবাইকে অবাক করেছে প্রতিটি গন্তব্যের স্থানীয় মানুষের ব্যবহার এবং আপ্যায়ন। অতি অল্প সময়ের পরিচয়ে সবাই আপনজন হয়ে উঠেছেন। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে দেশের বিভিন্ন স্থানে চা বিরতি, দুপরের খাবারের বিরতি এবং রাতের অবস্থান, সবকিছু দলের সবাইকে দেশের বিভিন্ন কোনায় থাকা মানুষদের প্রতি শ্রদ্ধা আর সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। এছাড়া বিভিন্ন জেলার সাইকেল চালকের দলও ছোটবড় সময়ের জন্য স্বাগত জানায় এবং সঙ্গ দেয়। এমনকি মাদককে না বলার বার্তাটি ছড়িয়ে দিতেও স্থানীয়দের উৎসাহ এবং সহযোগিতার কোন কমতি ছিল না। 

দলের একজন সদস্য আদিল কিছুটা অসুস্থ হয়ে বিরতি নেয় বগুড়ার কিছু পর থেকে এবং সে দলটির সাথে ঢাকা থেকে আবার যাত্রা শুরু করে। একই সদস্য চকরিয়াতে আবার অসুস্থ হয়ে পরলে সে আবার বিরতি নেয় এবং কক্সবাজার অবস্থান করে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়াতে সে আর দলের সাথে সাইকেল চালানোতে যুক্ত হয় নাই। এছাড়া কোনরকম বিপত্তি ছাড়া দলটির বাকি ৩ জন সদস্য সম্পূর্ণ রাইডটি সুস্থভাবে শাহপরি দ্বিপের দক্ষিন পাড়ার শেষ মাথা হয়ে,  টেকনাফ জিরো পয়েন্টে এসে শেষ করে।

সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশের প্রতি ভালবাসা থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক এই অভিযানটির খরচ অভিযাত্রীরা নিজেরাই বহন করছেন। এই দলের দলনেতা ছিলেন তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র আবরারুল আমিন অর্ণব এবং অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র কামরুল হাসান রায়হান, ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে স্থাপত্যবিদ্যা থেকে স্নাতক হিবা সারাফুদ্দিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র গোলাম মো: আদিল।

ঢাকা থেকে ক্লাবের ৬ জন সদস্য দলটিকে সংবর্ধনা জানাতে কক্সবাজার অবস্থান করছে। দুইজন সদস্য মহিউদ্দিন মাহি ও আবু সাইদ মো: রাজিব দলের সাথে মোটরবাইক নিয়ে যুক্ত হয় ও অভিযানের শেষ সময়টুকু দলটিকে সঙ্গ দেয়। এছাড়া ক্লাবের সদস্য সৌরভ দলটিকে সৈয়দপুরে সঙ্গ দেয় এবং আকস্মিকভাবে ক্লাবের সদস্য সাদিয়াও দলটিকে কক্সবাজারে সঙ্গ দিয়েছে। এই অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাব এবং ক্লবের বাইরের অসংখ্য মানুষের ভালবাসা এবং অনুপ্রেরণা দলটিকে পরিপূর্ণ করে রেখেছিল।   

আট দিনে মোট ১০০৩.১৪ কিলোমিটার পথ সাইকেল চালানোর মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে রোপফোর এ্যাডভেঞ্চার ক্লাবের ক্রস কান্ট্রি সাইকেল রাইড সম্পন্ন হয়। বেসরকারি বেশ কয়েকটি মিডিয়া হাউজ এই সংবাদটির প্রচারণা করেছেন, সেগুল হল – 

  1. jamuna.tv
  2. somoynews.tv
  3. dhakatimes24.com
  4. newsglobalbd.com
  5. dailycoxnews.com
  6. channel24bd.tv
  7. sonalinews.com
  8. edainikpurbokone.net
  9. news.priyo.com

এই আন্তরিকতার জন্য সবার প্রতি এবং মনিরুল ইসলাম সাহেবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।